জীবনে কাউকে বিশ্বাস করাটা ভুল
শুধু শুধু কিছু সময় নষ্ট জীবন থেকে
তাকে ভাবতে গিয়ে , তার সাথে মিশে
ব্যর্থ কিছু চিন্তা ভাবনায় ডুবে থাকা
আর একদিন ঠিক পাই ভুলের মাশুল।


কিছুদিন সাথে থাকা,খাওয়া ঘোরা সাথে
তারপর আস্তে আস্তে সম্পর্কে ভাঙন
লাল  নীল রঙের নেশায় হয়ে ছুটোছুটি
আলগা হয় ধীরে ধীরে সব  মায়ার বাঁধন ,
অবশেষে মনে হয় সব কিছু হলো  ভুল
সময় শেষ শুধু দিতে হয় ভুলের মাশুল।


রাতের বেলায় ঘুমের ঘোরে আসা স্বপ্ন
হঠাৎ দেখতে দেখতে ঘুম ভেঙে যায়
হা হুতাশ করে মরতে ইচ্ছা হয় তখন
কতকিছু যেন হারিয়েছি জীবন থেকে
সকালে সাদ বিছানায় ছেড়া মাথার চুল
দেখে  হাসি পায় ইস করেছি কি ভুল।


বুঝিনি কখন দু নৌকায় পা রেখে
নিজের ই অজান্তে শুরু পথ চলা
যখন মাঝ নদীতে নৌকা ডুবু ডুবু
ভাঙলো সব সম্পর্ক , ভাঙলো  ভুল
তখন সব শেষ দিলাম ভুলের মাশুল।