বললে হেসে মেয়ের ঠাকুমা বুড়ি
এসেছে ঘরে এক ধন্যি মেয়ে ,
সোনার গড়ন গাত্র বরণ তার
তোরা একটি বার দেখরে চেয়ে।


মায়ের কোলে চাঁদপানা মুখ
ছোট্ট মেয়ে হাসছে  ফিক ফিক
দেওয়ালে ঝোলানো ঘড়িটা
বেজে চলেছে টিক টিক টিক।


হয়তো বলছে দাদুর মতো ই
হয়েছে মেয়ে হাসি কিসের ?
বৌমা দিতে অক্ষম রাজপুত্তুর
দাও না হাতে বোতল বিষের।


মেয়ে হয়েছে মেয়ে হয়েছে মেয়ে  
যাবে সে যে অন্যের ঘরে চলে ,
এবাড়িতে আলো জ্বলবে কদিন
তারপর অন্য বাড়ি উঠবে জ্বলে।  


ভাবছে বাবা আদুরে মেয়ে  তার
একদিন যাবে শ্বশুর বাড়ি চলে ,
সব কিছু দিয়ে দেব মেয়েকে আমার
শাশুড়ি দেখে আনন্দে যাবে গলে।


মা দু হাতে জড়িয়ে মেয়েকে তার
বারে বারে মেয়ের কপালে দেয় চুমা ,
দু চোখ বেয়ে গড়ায় অশ্রু মায়ের
নাড়ির টান ছিন্ন করে কেন এলি মা ?


আমার সাথে রইতি কদিন আরো
নাহয় করতি আমার পেটেই খেলা ,
জানি না মা কি দেব যে তোরে আমি
মেয়ে হয়ে কেন এলি মা এইবেলা।


নারী জগৎ নারী ই সৃষ্টি নারী অপরূপা
তবু কেন নারীর প্রতি এই অবহেলা ,
বদলাবে কবে পুরুষ ভাবনার সমাজ
দেখবে নারী রাঙা সূর্য ওঠা সকাল বেলা ?