তুমি সর্বখানে বিরাজমান ভগবান
বিধি তোমার এ কি লীলা খেলা ,
কারোর দিন কাটে অন্ধকার বয়ে
কারো জীবনে আসেনা সন্ধ্যাবেলা।


জল স্থল আকাশ বাতাস পর্বতেও
তোমার  সর্ব ক্ষেত্রে অবাধ বিচরণ ,
তুমি যদি রক্ষা করো পৃথিবী কে
তাহলে ধ্বংস করার কি কারণ ?


চোর হয়ে কেন তুমি করো চুরি
আবার পুলিশ হয়ে পাহারাদারী ,
সৃষ্টি করছো যদি তুমি সকল কিছু
তবে হানছো কেন এ মহামারী ?


প্রেমিক করছো প্রেম প্রেমিকার সাথে
আবার ধরা পড়ছো তার বাবার হাতে ,
অনাহারে মরছো তুমি ভিক্ষুক  হয়ে
আবার করছো আয়েস প্রাসাদেতে শুয়ে।


একজন তুমি কেমনে ধরো ভিন্নরূপ
এই ধরাধামের  ভিন্ন রূপে  ভিন্ন স্থানে ,
বুঝিনা তুমি আদৌ কি আছো , কল্পনা
নয়তো মানবের , কে বা তা জানে ?