ও মাঝি ! মাঝি রে -
তাড়াতাড়ি আইসো মাঝি নাও বাইয়া
সকাল হতে আর কতক্ষন রব আমি বৈয়া ,
ভাটা গেলো , উজান ও আইলো মাঝি
গ্যাছে মাঝি আমার শাড়ির আঁচল ভিজিয়া।
পিরিতির নদীতে ভিজেছি দাও না মুছাইয়া
এতো ডাকি সাড়া নাহি দাও হয় না কি দয়া ,
কতকাল রইবো মাঝি তোমার আশায় বৈয়া
কোন নদীতে যাও মাঝি বিদ্যা যদি ছাইড়্যা
বিরহ আর সয়না মাঝি প্রাণ টা লও কাইড়্যা।