জীবন যখন চলবে না একা আর
নেই সুখ মনের টানে দেহের টানে ,
রইবে না কারো কোনো অপেক্ষা
ভরবে জীবন কেবল বিষাদ গানে।

একলা আমি এখন দাঁড়িয়ে যেথায়
একাই চলেছি খুঁজে জীবনের মানে,
বিষাদ সিন্ধু জীবন টা হাতে  নিয়ে
মনে ভাবি রয়েছি আমি কোনখানে ?


শত শত  বার ভেবেছি আপন  মনে  
পান করি তোমায় কাঁচের গ্লাস ভরে ,
কখন তুমি জল হয়ে আসোনি কাছে
বিষাদে তাই  দিয়েছি গ্লাস দূরে ছুড়ে।


হাত পেতেছি বারে বারে এই  আমি
সবার কাছে  ভিক্ষা পাওয়ার তরে,
কখন ও প্রেম কখন ও টাকা পয়সা
পাইনি কিছু , সব হাত গেছে সরে।


ভেবেছি মনে চাইব না কারো কাছে
দিয়ে যাব সবে যতদিন যাহা পারি ,
চারিদিকে দেখি পেতে চায় সবাই
তাহলে সবাই কি ভিন্ন ভিন্ন ভিখারি ?


পূর্ণ অপূর্ণর মাঝখানে আমি একা
বুঝিনি কিভাবে জীবন গেলো কেটে ,
দুঃখ কান্না জ্বালা যন্ত্রনা সয়ে গেলাম
ভিজে গামছা টা বেঁধে রেখে পেটে।


জীবনে কিছু বুঝে ওঠার আগেই
সময় হলো এই  জায়গা ছাড়ার
নতুন পাতা রা এসে গেছে গাছে
পুরানো পাতা তোমার কি দরকার ?