নবনিপা -
অনেক দিন পরে তোমায় একটা
ছোট্ট চিঠি দিলাম ,
জানি পড়ে তুমি হয়তো হাসবে ।
এই অত্যাধুনিক যুগে
আবার চিঠি লেখা কেন বাপু ,
ফোন তো ছিল ।
এগুলো  বড্ডো সেকেলে ব্যাপার
আদিখ্যেতা যত ।
জানো নবনিপা চিঠিতে যা বলবো
ঠিক কিনা জানিনা ,
তবে ঠিক ভাবে বলতে পারবো
কোন ভুল হবে না  ।
এস এম এস এ তো অনেক ভুল হয়
যদি তুমি না বোঝো
তাই অত্যাধুনিক যুগে ও চিঠি লেখা ।
তোমায় ফোন করবো
সে সাধ্য আজ আমার আর নেই  ।
কাঁদতে ইচ্ছা করছে
কিন্তু ফোনে তুমি আমার কণ্ঠস্বর শুনে
যদি কেঁদে ফেলো
তাই এই চিঠি , খুব কাঁদতে মন চাইছে
তোমায় জড়িয়ে ধরে ।
ঠিক সেই পুরানো দিন গুলির মতো
আমি কাঁদবো  ,
আমি আর পারছি না এভাবে লড়তে
মেকি সভ্যতায়  ।
চলোনা আবার ফিরে যায় সেই যুগে
সেই সুখের ঠিকানায়
নবনিপা আমার কথায় কেঁদোনা , এসে
কি নিয়ে যাবে আমায় ?