বসন্তের রাঙা মন যে  গ্রীষ্মে হলো রিক্ত
বাদল দিনে বৃষ্টি মেখে মন আবার সিক্ত
এমন দিনে প্রিয়া যায় ভোলা  তোমারে ?
বর্ষা দিনে বৃষ্টির ফোটায় তুমি বারে বারে
আসো আমার মনে ....থাকো এই মনে
বর্ষা সিক্ত ছাদটা আজ রয়েছে কুক্ষনে।


স্মরণ করায় আমায় শুধু সুখের সে দিন
যার কাছে হার মানে এই রামধনু রঙিন
টপ টপ টপ বাদল দিনে তুমি এলো চুলে
তোমার দিকে তাকিয়ে পৃথিবী গেছি ভুলে
চোখ ভরে দেখেছি তোমায় নিয়েছি অন্তরে
ভেজা ছাদে একা একা সে কথা মনে পড়ে।


বৃষ্টি আসে বৃষ্টি যায় আবার ও আসে ফিরে
প্রিয়া কেন আসোনা  একটি বারের তরে  ?
ভুলতে বুঝি পারোনি তুমি সেই গভীর ব্যাথা
আমি রাখতে পারিনি তোমায় দেওয়া কথা
সেই দিন শেষ হলো হাজার বছরের সম্পর্ক
বৃষ্টি কেন একা  আসো আমায় দিতে দুঃখ।