সমাহিত ঘন বন নদীর চড়ায়
অবিরত ঢেউ এসে ধাক্কা খায় ,
উছলিয়ে ওঠে  পাতায় পাতায়
ধুলো মাখা গা ধুয়ে দিয়ে যায়।


এসেছো সূর্যকিরণ এস ঘরে
ছোট্ট ঐ কলকলে নদীর চড়ে  ,
সারাদিন পাখি গুলি ঘুরে ফিরে
সন্ধ্যায় আসে যেন নদী তীরে।


এই তীরে ও যে  আমার বাস
ঐ দূরের কোন ছোট্ট কুঁড়ে ঘরে ,
শালিক টিয়া চড়ুই শুধুই ওড়ে
দুস্টুমীতে ভরপুর আসে না ঘরে।


কখন থেকে টিয়ার গিন্নি ঘরেতে
টিয়ার জন্য রান্না করে বসে আছে ,
দুস্টু টিয়া ছেলে পুলে রা  আনন্দে
চড়ুই যে সাথে ঘুরছে গাছে গাছে।


টিয়ার ছেলে শালিকের মেয়ে রা
স্কুলে যায়না  সারাদিন শুধু  খেলা ,
এই দেখে বুবুনের আজ মন খারাপ
স্কুলে যাবে না কাঁদছে সারাবেলা।


মেঠো পথে গ্রামে কাটাও যদি দুপুর  
গেলেই শুনতে পাবে গুঞ্জরণের সুর ,
মৌমাছি আর ভ্রমরেরা গেয়েছে চলে
চলেছে তারা আপন মনে বেখেয়ালে।