হে বঙ্গ --
জীবনানন্দের প্রিয় বাংলাদেশ
আবার দেখালে তোমার রঙ্গ ,
সন্ত্রাসীর কালো হাত রুখতে
তোমার ফারাজ হল শেষ।


হিন্দু না মুসলিম দেখে যে
হয়না কোনোদিন ভালো বন্ধু ,
তোমার সন্তান দেখালো আবার
বেহেস্ত দিক তারে কৃপাসিন্ধু।


সবুজে ভরা শান্ত স্নিগ্ধ ওই
আমাদের গর্বের বাংলাদেশ ,
পরগাছা কেন জন্ম নেয় এথায়
যেখানে ফলে সোনার ফসল
এর কি কভু হবে না শেষ ?


পৃথিবীতে আর কোন জীব বলো
নিজের ভাই বোন কে মারে ?
মানুষ আজ হারিয়েছে  মান হুশ
মেতেছে এ কোন মৃত্যু সংহারে।


সবুজ বাংলা শান্ত বাংলা বলো
আমি মাতা যে ফারাজের ,
নই কো ধর্মের নই অধর্মের
সোনার ছেলে আমার ছেলে
নই আমি মা কালো হাতের।


আগেও এসেছে আবার  আসবে
আমার বীর সন্তানের দল ,
ওহে সন্ত্রাস কালো হাত নিয়ে
কতদূর তুই যাবি  বল ?