কাল ঈদ -
সবার খুশির ঈদ ,আনন্দের ঈদ
কেউ চায়না এই দিন টা হোক ফ্যাকাশে।
কেনাকাটি কমপ্লিট
সাজানো গোছানো চকচকে ঘরে
অপেক্ষায় একটিবার  চাঁদ টি দেখার আকাশে।
রাস্তার ছেলেটা
ছোট বোন কে নিয়ে রাস্তায় শুয়ে
সাত টা কিংবা সাড়ে সাতটায় উঠলো সে চেঁচিয়ে।
চাঁদ উঠেছে
আকাশে দেখেছি আমি চাঁদ
চিৎকারে শুনে সবাই রইলো আকাশে মুখ উঁচিয়ে।
কাল ঈদ
সবার খুশির ঈদ
এই দুটো ছেলে মেয়ের ও খুশির ঈদ হবে কালকে।
সবাই আনন্দিত
ভালো খাবে , ভালো পরবে
নিজেরে নিয়ে ব্যস্ত এই গরিবের দিকে আর মন দেয় কে ?