বাবু ! আমরা গরিব বলে কি মানুষ নই ?
কাঁদছিলো লোকটা অশ্রু গড়ায় দু চোখ বেয়ে ,
বাঁচাতে নিজের স্ত্রী কন্যার সম্মান টুকু
চেয়েছিলো বাবুর ভাঙা দরজা,নিরাশ হলো চেয়ে।


পাঁচশো টাকা বেশি পেয়ে বাবু তা দিলেন বেচে
গরিব মানুষ মরিয়া হয়ে যখন কিছু টাকার সন্ধানে ,
বেশি টাকা টুকু দিয়ে একবার মদ খাওয়া যাবে
হয়তো হলো  পূজা দেবার টাকা , কে নিলো কিনে


তাতে তার কি বা আসে যায় , খুশি বাবুর পুত্র পত্নী
কেন মিছে এ মাটির মূর্তি পূজা এ আয়োজন কার ?
গরিব নিলে হয়তো দিত না কয়েক তা মাত্র টাকা
বাবু বলো এই টাকা টুকুর কি তোমার খুব দরকার ?


এই গরিব বাবার চেয়ে যে আজ নিরুপায় হয়ে
নিজের স্ত্রী কন্যার সম্মান বাঁচাতে ঘুরছে দ্বারে দ্বারে ,
নতুন কেনার সাধ্য নেই তার সত্যি তবু সে তো চায়
আগ্রাসী ঐ  চোখ রুখতে ,লুকাতে  তার পত্নী কন্যারে।


তোমার ও রয়েছে স্ত্রী কন্যা , তার ও পরিবারে তাই
নাকি তোমাদের জন্য সব সোনার চামচ টুকু ,
ওদের জন্য  ঠিক করে রেখেছো খোলাম কুচি টাই
আখেরে তোমাদের লাভ গরিব হয়ে  থাকলে এতটুকু ?