যতনে বাঁধিলাম বাসা
  সোনার ময়না রাখিবার তরে
হৃদয় দিয়া বাসিলাম ভালো
   তবু সোনার ময়না গেলি উড়ে।


রক্ত দিয়া বানাইলাম বাসা
     তবু ময়না তুই রইলিনা এই ঘরে
সোনা দিয়া বাঁধলাম তোরে
     তবু কেন বনেতে গেলি উড়ে ?


ভাবলি না আমার  কথা
    গেলি তুই উড়ে তোর বনে
বুকেতে চেপে আজ কঠিন পাথর
  কান্দি আমি আজ আপন মনে।


এতো কেন ছল রে তোর
    হাসলি গাইলি আমার সনে
সুযোগ পেয়ে উড়াল দিলি
     আমার দুঃখের ই  ক্ষণে।


বুঝলাম পাখি তুই সুখের সাথী
     দুঃখ কেন সইবে বল তোর ?
যাতনা দিয়ে তুই গেলি চলে
    খুঁজতে তোর আসল সুখের ঘর।