কতবার ভেবেছে  কবি -
তার মৃত্যু হোক
একবার অন্তত ইচ্ছামৃত্যু
গ্রাস করুক  তাকে ,
সে  তো সব  ই পারে
কি  সুন্দর  গিলেছে সে
গোটা সভ্যতাকে।
নিজ  হাতে গলা  টিপে
খুন করবে
হাতের কাগজ কলম ,
নিজের সন্তান নিজে ই মারবে
নিজে হবে সবার  যম।
রাস্তায় পড়ে থাকা লাশ গুলো
সরে সরে যায় ,
হয়তো বৃষ্টি ধুয়ে দেয় রক্ত।
জমাট বাঁধা ওই ধুলোর পক্ষে
দাগ মুছে ফেলা খুব শক্ত।
তাই তো বারে বারে সব ফেলে
আসতে হয়  ছুটে কলম  হাতে
যতই অন্ধকার ঘিরে থাক চারিপাশে
স্বপ্ন দেখবে সে প্রতিরাতে।