সবার মনের ভিতরে জমে
একরাশ ক্লেদাক্ত  আবর্জনা ,
কেন আমরা সবাই পরিষ্কার
থাকার ভান করে পথ চলি
পথের ভিক্ষুক দেখে তারস্বরে
করে ফেলি গাদা গুচ্ছের গঞ্জনা
নিজের মন শুদ্ধির কথা তো
কই একবার ও তো ভাবিনা।


আকাশ টা অঝোরে কাঁদতে চায়
কিন্তু কেন সে পারে না
আকাশে ভেসে ভেসে  ধাক্কা খায়
তবু ও ঝরে সে পড়েনা।
বজ্র তোমার জন্ম দিয়েই
তবে সে মাটি তে আছাড়  খায়
সব কিছু যদি নিয়মেই হয়
মানুষ কেন করে মানুষ কে ক্ষয়।