সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে
মানুষ্ তা মেনে না চললে ও
পশু পাখিরা আজ ও তা মেনে চলে।
আসলে ওরা তো এত সভ্য হয়ে উঠতে পারেনি
সেই আগের মতো ই থেকে গেল ওরা
রাস্তায় সঙ্গম করার তীব্র ইচ্ছা টুকু
আজ ও ওদের মাথা থেকে গেল না ।
তাই তো আজ ও সঙ্গমের সময়
কোনো বাবুর চকচকে গাড়ির তলায় প্রাণ যায় ।
কিন্তু যে মা কুকুর টা আহত হয়ে পড়ে থাকে রাস্তায়
যে কিনা আর পাঁচ জনের মত স্বপ্ন দেখেছিল
তার কোল আলো করে আসবে সন্তান সন্ততি ।
না স্বপ্ন সবার পূরণ হয় না , এ বিধির বিধি
তাই তো আহত মা দুই দিন রাস্তায় পাশে
কুই কুই শব্দে আর্তনাদ করে ডাকছে
কিন্তু কাকে ডাকছে ভগবান কে , মানুষ কে
নাকি তার সাথী দের যারা তার পেটে ঢেলেছে বিষ
কেউ তো আসেনি এমন কি মৃত্যু ও না
সবাই তাকে এত অবহেলা করছে কেন?
এই মায়ের জন্য কোনো আইন কি নেই
কেউ কেন এগিয়েও আসেনি , অন্তত গলা টিপে দিতে
তাহলে হয়ত তার মুক্তি ঘটত , কিন্তু না
এভাবেই থাকতে হবে তাকে , আর কতদিন
কবে সে এই পৃথিবীর নিষ্ঠুরতা থেকে মুক্তি পাবে ?