ভাটির দেশের মেয়ে গো
তোমার নাম টি জানা নেই ,
সেদিন দেখা হয়েছিল দুজনে
বাবুর বাড়ি মেলা বসল যেই ।


কালো রূপেই মরলাম আমি
দেখে হরিণী তোমার দু নয়ন,
তোমায় পেতে আকুলি কেন
আমার এই প্রেমিক মন ।


সেদিন কেন মন বলে নাই আমায়
তোমায় পেতে চায় সে সারাক্ষণ ,
বাজার শেষে কি ফিরে পাব আর তারে
কিনুক না তারে আমার ই আপনজন ।


ভাটির দেশে র মেয়ে গো তোমার
ভাটির গানে কাটে বুঝি সারা বেলা ,
গান শুনিতে আকুল আমার এই মন
কিভাবে যে বাঁধি তারে আমি একেলা ।


আপন মনে গাও গান তুমি নদীর পারে
ভেবে সারা আপনজনের সুখ দুঃখ ,
পরপারের এই প্রেমিক এর মন বোঝা
হয়ত তোমার কাছে খুব ই শক্ত ।


এই পারে বসে আমি ভাবছি সারাবেলা
তোমার ওই চাঁদমুখ খানি বসে একেলা ,
ভাটির দেশের মেয়ে তুমি রইবে কি এমন
আবার যদি না আসে বাবুর বাড়ির মেলা ।