অনেক অনেক দিন  পর  মেট্রো রেল এ
হঠাৎ তোমায় সেদিন আমি দেখলাম।
ঠিক চিনতে পারছিলাম না  জানো ?
আসলে বয়স টা বেড়েছে তো দুজনের
তোমার শরীরে ভাজ পড়েছে আমার ও ,
মাথার কেশ  গুলো এখন  হয়েছে সাদা
না ঈষৎ কাঁচা আর ঈষৎ পক্ক হয়তো বা
আমি ও তো বুড়ি হয়েছি বল , বুড়ি।
ক্ষীণ হয়েছে তো আমার চোখের  লক্ষ্য
কিন্তু তোমায় ঠিক চিনেছিলাম সেদিন
তুমি তো  আমায় লক্ষ্য করোনি
কিন্তু তোমার পাশে বসে থাকা  মেয়ে টি
ওই তোমার মেয়ে দেখছিলো বারে বারে।
মনে মনে হয়তো ভাবছিলো সে
কি বেহায়া এই,কি নির্লজ্জ এই  বুড়ি টা
বারবার তার বাবার দিকে ফিরে ফিরে দেখছে
ও তো বোঝেনি আমি আর তুমি আসলে কে ?
আসলে আমাদের সেই দিন শেষ হয়েছে
এখন সময় টা তো ওদের ই ,ওই যুবক -যুবতীদের।
খুব মন চাইছিলো তোমায় ডেকে জিজ্ঞাসা করি
কিন্তু সাহসে কুলায়নি ,কি জানি কিসের ভয় ?
বা পুরানো কোনো বেদনার স্মৃতি ভার
যা আজ ও আমি বয়ে চলেছি একা একা ,
কিন্তু আমি যা কোনোদিন ও চাইনি
তুমি বিশ্বাস করো অবনী , আমি চাইনি
এমন ভাবে হোক তোমার আমার দেখা।