সময়ের সাথে সাথে বেড়েছে বয়স
গাছ ও আমায় আজ গিয়েছে ভুলে ,
মাটি আজ ও রেখেছে আপন করে
গাছ যতই দিক না আমায় ফেলে।


একদিন আমি আপন ছিলাম সবার
ফল ফুল পাতা মানুষ ও  গেছে ভুলে,
বৃদ্ধ আমি অসহায়  আজ একাকী
মাটি আমায়  নিয়েছে কোলে তুলে।


এতদিন করেছি আমি বিষ পান
মানুষ তোমাদের দিয়েছি পরমায়ু ,
আকাশ বাতাস সুস্থ রাখতে তাই
তোমাদের বিষে নষ্ট আমার আয়ু।


তোমার বিছানার ধবধবে ফুল
রেখেছিলাম আগলে অতি যতনে ,
আমি না থাকলে কে ভরাতো বেণী
তোমার প্রিয়া কে ভরাতো কে রতনে।


তোমাদের আমি উপকার করেছি
বিনিময়ে কিছুই তো আমি  চাই নাই,
ক্লান্ত শরীর বহিতে পারি না আর
কেহ মোরে পুড়াইয়া করো ছাই।  


গাছের তলায় পড়িয়া একাকিনী
দেখবার কেউ তো আর নাই ,
শেষ মিনতি , তাপ টুকু নাও পুড়িয়ে
আমি মাটি তে মিশিয়া যাই।