যেদিন থেকে তুমি আমায় ছেড়ে গেছো -
   রেল লাইনে পড়ে ছেঁড়া তার
শেষ ট্রেন টাও বেরিয়ে গেছে অনেক আগে
স্টেশনে লোক টা বাজাচ্ছে না আর
ধুলা পড়া তার সেই পুরানো গিটার।


যেদিন থেকে তুমি আমায় ছেড়ে গেছো -
  মেঘ পরীরা আসে না তাই আর
নাই তুমি পাশে  তাই দেখতে পাই না আর
তোমারি সেই রুপালি রূপের বাহার
কেউ আজ দেখায় না অন্ধকার কেশের বাহার।


যেদিন থেকে তুমি আমায় ছেড়ে গেছো -
মদের পেয়ালা টা খালি পড়ে থাকে
জোনাক জ্বলে না আজ গাছের পাতায়
কাটবে কবে অন্ধকার , অভিযোগ করি কাকে ?
তুমি নেই পাশে ,তুমি ছাড়া কে আর বুঝবে আমাকে।