জীবন তুমি কি ?
কাকে নিয়ে তোমার পরিচয় ,
শরীর নাকি মন ?না অন্য কিছু
যা কিনা তোমার একান্ত
কাউকে বুঝি তা বলবার নয়।
যোনি পথের তীব্র গন্ধ
তবুও  শরীর  ছুটে  চলেছে তার দিকে
আসলে শরীর জানে না সে কি চায়
আর মন তাকে নিয়ে মনের তীব্র সংশয়
সূরা পানে আকণ্ঠ গলা কি চায় ,
উল্লাসে চেঁচিয়ে বলতে চায় আমি বাঁচবো
কিন্তু কিভাবে ? আছে কি কোনো উপায়।
একগুচ্ছ কালো হয়ে যাওয়া রামধনু রং
যে না দিতে পারে আলো না পারে
ছড়াতে আকাশ জুড়ে রং এর সমাহার
তবু তাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া
কিছু টা সময় ,যতক্ষণ মৃত্যু না আসে।
তাহলে জীবন তুমি কে ?
কি বা তোমার পরিচয় ?
পৃথিবী তে কেন তরবারি ঝলসায় বারে বারে
কিসের কারণে এই মিথ্যা অভিনয়।