পঞ্চ ভূতের তৈরি এই মায়ার  দেহ
একদিন তো পঞ্চ ভূতেই হবে সারা ,
অহংকারী তোমার এই কে নেবে?
আজ সাথে আছে তোমার যারা।


নিয়ম তোমার ভঙ্গ হবে একদিন
লাল জুতা পরা মহিয়সী দের,
নীল ছবি দেখার দিন শেষ হবে
তাকবে না ঘোর তোমার মদের।


সাদা কাপড় পরে  তুমি শোবে
সবাই আলতা লাগাবে তোমার পায় ,
দেখবে সেদিন আসবে সবাই
শত্রু মিত্র সবে দেবে তোমায় বিদায়।    


আমার আমার কি লাভ হয়েছে
সাধের কিছুই রইবে না যখন ,
টাকার পাহাড় , সোনার গাড়ি
এরাও তো রবে না সারাক্ষন।


কি বা হলো জন্মে আমার ভবে
কিসের জন্য আমার এই  মরণ ,
হিংসা ,লোভ,আরো কতকিছু তো
কে দিলো না সাথ আমায় সর্বক্ষণ।