পুরানো ঘুন ধরা সমাজ টা
নষ্ট হয় না
কেবল মাত্র রং বদলায়
আর যুগে যুগে ফিরে আসে
বারে বারে।
রং চটা দেওয়াল টা
খসে খসে পড়ে
গঙ্গার মাটির তৈরী ইট
আবার মেশে গঙ্গার জলে
কতকাল ঘটছে তা নদীর তীরে।
তাহলে মানুষ কেন এমন হয়
বদলায় না তার মন
অল্প ক্ষণের জন্য খারাপ হয়ে
বেশিদিন ভালো হয় না কেন ?
মানুষ গুলা কেন এমন হয় ?