শেষ ট্রেন চলে যাওয়ার পর ও একাকি
রাতের আন্ধারে পড়ে থাকে ফাঁকা ইস্টিশন ,
নিভে যাওয়া বিড়িতে এক টান দিতেই
ধক করে জ্বলে ওঠে ভিতরের আগুন
কিন্তু জীবন ?
সে তো জীব মাত্র একবার ই পায় ।।
ইস্টিশনে আবার কাল ট্রেন আসবে ,
বিড়ির ভিতরে আগুন ছিল তাই
তাতে টান দিতেই সে জ্বলে উঠলো
জীবন একবার শেষ হলে তো শেষ
আর সে ফিরে আসবে না কোনোদিন ।।
তাহলে কেন এ অবহেলা দিন রাত
মৃত্যুর পর জীবন ঢেকে যাবে ধূসরে
পৃথিবী ছাড়া এত আনন্দ কোথায় পাবো
স্বর্গ কেউ দেখেনি কোনোদিন তাহলে
কেন আমি আমার জীবন রাঙাবো না ।।
নদি তো কারো জন্য থেমে থাকে না ,
থামে না সময় কারো জন্য ও
তাহলে কেন বিরত আমার কাজ থেকে
সব কিছু ছেড়ে কেন্ শব্ধ আমি
সব রঙে সাজাবো না কেন এ জীবন কে ?