যখন আমি বুঝতে শিখলাম,তখন অনেক দূরে
ঘুম ভাঙতো ঘুমাতে যেতাম করা ধমকের সুরে
তুমি পাশে ছিলে না ,  ছিলো না পাশেতে মা
আমি যখন ক্লাশ ৩ তোমার কাছে এলাম ফিরে
তোমাদের কথা ভাবতেই চোখ যেতো জলে ভরে
আনন্দে বাড়ি এসেছিলাম আমি তোমার হাত ধরে ।।


বাড়িতে কত আত্মীয়স্বজন চিনেছি তোমার কাধে চড়ে
ভাই তখন তোমাদের কাছে , উঠেছে অনেক বেড়ে
সময়ের সাথে তাল মিলিয়ে আমি তখন একটু বড়
তবুও রুপকথার গল্প শুনেছি তোমার কোলে চড়ে
শুনেছি গান তোমার কন্ঠে গাইতে তুমি মধুর সুরে
দেখেছি মাঠ আর আকাশের চুম্বন ঐ অনেক দুরে ।।


আবার হলাম ছাড়াছাড়ি এসেছি তোমার থেকে দুরে
কাটতে চায়না ক্লান্ত সময় , সারাদিন ঘুরে ঘুরে
সন্ধ্যা বেলায় কথা হয় যখন কস্টেরা গ্রাস করে
ভালোবাসি বাবা তোমায় অনেক বোঝাই কেমন করে
জীবনের বেশিরভাগ সময় আমি রয়েছি তমায় ছেড়ে
তবুও সর্বক্ষণ তোমায় মনে পড়ে আর চোখে জল ঝরে ।।