বৃষ্টির গন্ধ টা বড় ভালো লাগে।
এখানে আকাশ থেকে নেমে এসেছে
সন্ধ্যার মেঘ,
রাস্তায় তখনও ট্রাফিক জ্যাম,ভাবছি
ফিরবো না আজ।
বলতে বলতে বৃষ্টি এলো আবার- ভাবছি
ফিরেই যাই ; পাড়ি দেব তোমার বাড়ি;
জানালার কাঁচের বাইরে ঝাপসা পৃথিবী
মনের ভেতর আবর্জনার সারি।
সব ধুয়ে দিতে পারো তুমি,তাই তোমার
নাম রেখেছিলাম বৃষ্টি।
অনেক দিন দেখা হয় নি তোমার সাথে,
সেই যেন বছর দশ আগে একটা ব্যাস্ত বিকেল থামিয়ে দিয়েছিলে তুমি;
তার পর থেকে মেঘ জমেছে শুধু
মনের ভেতর,এ শহরের আনাচে কানাচে,
ইটের উপর ইট বাড়িয়েছে বোঝা।
খুঁড়িয়ে হাঁটি এখন,মাঝে মাঝে আটকে যাই ট্রাফিক জ্যাম-এ-
জানলার বাইরে জমে উঠেছে বাষ্প
শরীর তবু ভিজে যাচ্ছে ঘামে।
বৃষ্টি টা আজ হটাৎ করেই এল-
বৃষ্টি কমিয়েছে দূরত্ব তোমার আমার,
মনের মধ্যে এখনো জমে জঞ্জাল এলোমেলো;
ধুয়ে দেবে বলে দিচ্ছি পাড়ি
তোমার বাড়ি।
আজ সারা দিনরাত বৃষ্টি হোক এ শহরে-
সঙ্গে বৃষ্টির গন্ধ থাক-
শরীর ভিজুক বৃষ্টির জলে
মনের সব জঞ্জাল ধুয়ে যাক।