ভালো বাসা


তুমি আমাকে যে বাড়িটা উপহার দিয়েছ তার দরজা খুলতেই পা ডুবিয়ে নিল
আদিম সমুদ্রের জল,শরীর ডুবিয়ে নিল
মস্ত এক ঢেউ।
তুমি আমাকে যে বাড়িটা দিয়েছ আজ
তার জানলা খুলতেই মুখে ঝাপটা মারল
বৃষ্টির জল;
বাইরে তখন জোলো হওয়া।


তুমি আমাকে যে বাড়িটা দিলে আজ-
তার মেঝেতে গজিয়ে উঠেছে
অসংখ্য ঘাস;
ইটের ফাঁকে ফাঁকে তখন
সকালের রোদ্দুর।


তোমার যত্নে বেড়ে ওঠা লতাগুলো
দেয়াল বেয়ে উঠে গেছে ছাদে।
তুমি যে বাড়িটা দিয়েছ আজ
তার শিলিংয়ে তাকিয়ে দেখি
কোথা থেকে এক গাঢ় নীল রং গড়িয়ে
পড়েছে গায়ে- চুড়ুই শালিকেরা সব
উড়ে বেড়াচ্ছে চারি দিকে;রঙিন কত পাখি।


তুমি যে বাড়িটা দিয়েছ আজ
এ বাড়িটাই আমার বড় প্রিয়,
এ বাড়িটাই বড় নিরাপদ।
ছিলাম এদ্দিন রোদ্দুরে রোদ্দুরে ঘুরে ঘুরে
পাথর ভেঙ্গে চলতো দিন-রাত।
এখনো ঘুরি-
তবু দিনের শেষে এ বাড়িটাই আমার প্রিয়
এখানে তোমার হাত
বুকে জড়িয়ে ধরে আমার ক্লান্ত শরীর,
এ বাড়িটা শুধু আমার জন্য থাক।
এ আদিম ভালোবাসা টাই আমায় দিও।