মেঘ ছাড়া কী আকাশ হয় রণুু?
দুঃখ ছাড়া- তাহলে মানুষ বাঁচে কিভাবে!
আকাশে যদি মেঘ না হতো বৃষ্টি কী বল পেতাম?
ভেঁজা পাপড়ি, স্নিগ্ধ প্রকৃতি পৃথিবী কী পেত তবে?


বাতাসে-আকাশে যে মেঘের খেলা
বছর ধরে সারাটি বেলা-
এমনই তন্ত্রের মন্ত্র-জাদু
পেতাম কী তাহলে আদৌ?


সুখের আশায় শুধু যে থাকি
দুঃখকে করি অস্বীকার,
এর মানে কী নিয়ত আজ
জীবনকেই করছি না তিরস্কার?


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯ জুলাই’১৭