জানি না কোথায় গিয়ে থামবে এ হৃদয়-খেয়া
কোথায় কোন পাড়ে আছে সাঁজানো রম্য-কেয়া
কোথায় কোন মনে গিয়ে লীন হবে এই হৃদয়
কার সান্নিধ্য দিবে এ মনের চূড়ান্ত আশ্রয়!!


খুঁজে খুঁজে ভালোবাসা পৃথিবীর এপাড় ওপাড়
অসীম সমুদ্র চোখবুঁজে করেছি জয় বহুবার
তবু তারে পাই নিকো, পাই নিকো একটিবার
সে কি এসেছিলো সেদিন? নাকি আসবে এবার?


দিগ্বিদিক শান্ত সচল জল- যেন নীরব কোলাহল
হৃদয়ের বাসনা বহ্নি তবু হায়! পোড়ায় অবিরল!!


ইস্কাটন, ঢাকা, রাত, ১ নভেম্বর’ ১৮


(উৎসর্গ: মৌ)