যে কথা বলি বলি করে বলছি না
সে কথা বুঝেও কী তুমি বুঝবে হে?


বুকভরা ভাব
পান্ডিত্যের ভাষা সব আছে আমাদের,


শুধু তোমার কানে পৌছায় নি এই বার্তা:
‘আমরা এখানে উনুনের পাশে
উননে জ্বলি দিবারাত’,
না হয়, মাত্র দূরে তুমি-
তুমি কী শোন না আমাদের এই আর্তনাৎ!


শোসিতের পাছে
তুমি তাহলে মিছে?


জগতের মাঝে
তুমি কত রাজে-
আমাদের কী দেখার নেই!
যে কথা বলি না, এবার বুঝে নাও কাছে এসে।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ২০ নভেম্বর’১৭