হৃদয়টাকে চিটা মনে হয় আজ পৃথিবীর;
মনে হয় ব্যর্থ জন্মের স্বাদ নিতে এসেছে সে এই দু:সহ সময়ে;
এ সময় আমার নয়
কিংবা আমি নই এই সময়ের উপযুক্ত মানুষ;
হয়তো আমার জন্মের কথা ছিলো সহস্র বছর আগে
কোন এক শান্ত সময়ে,
যখন সবুজ পাতায় লুকোচুরি খেত মানব হৃদয়ের স্বপ্নরা,
যখন দূর আকাশে চেয়ে
বাঁচার আশা পেত অসাহায় জীবন!


হত্যা-খুন-গুম, অন্ধ-স্বার্থ সিদ্ধির প্রবল স্রোত
মানবতার কোমল শরীরে প্রস্তরের আঘাত নিয়মিত:
এই শহর আমার নয়, এ দেশ আমার নয়
আমি নই এই যুগের, এই কালের;
আমাকে ভূল করে জন্ম দেয়ার জন্য প্রথমে আমি বিচার চাই
আমার পিতা-মাতার তারপর ঈশ্বরের!


মিরপুর, ঢাকা, ২৮ মার্চ’১৮