তোমার ভুলে ভরা অতীত থেকে এসো আজ
এখানে- এই সবুজের মন্দিরে
তোমার অস্থির দুর্দমনীয় মস্তিষ্ক থেকে এসো আজ
স্থির জলাধারে
বললাম
তুমি শুনলে, কোন কথা না বলে।


তোমার ভেতরে শতশত অগ্নিগিরি
তারা দিনরাত জ্বলে চলছে- ধোয়া ও অগ্নি ছড়িয়ে
তোমার মুখ দিয়ে তো ধোয়া বের হবে
তোমার চোখ দিয়ে তো আগুন বের হবেই
তুমি যে অগ্নিকন্যা- আগুনের তাপে ভালো থাকো তুমি!


তোমার অন্তরে অশান্তি, সে কী তোমারই প্রাপ্য নয়?
তোমার চেষ্টা কী বৃথা যেতে পারে?
তুমি জ্বলছো, আরও জ্বলবে
এটাইতো পরম নিয়তি তোমার।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ৩০ সেপ্টম্বর’১৭