এক চন্দ্ররাতে তোমাকে ডাকলাম, তুমি শুনলে কী জানি না- সমুদ্রে প্রবল জোয়ার এলো!
এক বাদল ক্ষণে তোমাকে ডাকলাম, কানে দিলে কী জানি না- আকাশে বিজুরি চমকালো!
শীতে ডাকলাম, তুমি ঘুমিয়ে রইলে ঘরে- কুয়াশারা সারারাত ঝরে পড়লো পৃথিবীতে- ঘাসে!
ফাগুনে ডাকলাম, তবুও তুমি শুনলে না- বৃক্ষরা নিজেকে বিলিয়ে দিলো ফুলে-সৌন্দর্যে!


ডেকে ডেকে আমি হয়রান হই, তুমি কানে তোল না, প্রশ্রয় দাও না- চেতনে অবচেতনে!
প্রকৃতি তবু ভুল করে না, তারা ভালোবাসায় সাড়া দিতে জানে- প্রত্যুত্তরে মানুষের।


ইস্কাটন, ঢাকা, রাত, ২১ ফেব্রুয়ারি’১৮