এই চাঁদ কী সেই চাঁদ আকাশে আজ
সাক্ষী রেখে যাকে আমার
কেটে গেছে দূরন্ত শৈশব?
এই চাঁদ কী সেই চাঁদ আকাশে আজ
চোখে চোখ রেখে যার সারারাত
পলকে পার হয়েছে কাঙ্খিত যৌবন?


হায়! দিন- ফুরায় দেহ-মন খোয়াব-
সময়ের ভাঁজে কেবল চাঁপা পড়ে থাকে সব:
জ্বালা-জ্বলা
অন্তর-জল!
সেই চাঁদই এই চাঁদ! আকাশে আজও দারুণ দেখ,
শুধু হারিয়ে গেছে সময়- মন- জীবনের মুগ্ধ কলোরব!


মিরপুর, ঢাকা, রাত, ৩ মে’১৮