আজ ভালোবাসা দিবস-
ভালোবাসারা তাই প্যারেড করছে: প্রেমিক-প্রেমিকার উদ্ধত-হৃদয়ে-
এশিয়া থেকে ইউরোপ, ইউরোপ থেকে আফ্রিকা হয়ে সমগ্র বিশ্ব-ভূবনে,
মাটিতে আকাশে দ্যুলোকে হাওয়ায়- দারুণ উদ্যাম ছন্দে!


তুমি কী শুনতে পাও, হে-
আমি শুনি- ভালোবাসাদের আজ দ্রোহের দিন
বন্দি-মুক্তির সংগ্রাম চলমান আজ হৃদয় থেকে হৃদয়ে প্রেমে-বন্ধুনে,
তোমরা যারা ভালোবাস না- ঘৃণা কর পৃথিবী-তারুণ্যের সকল আহবান
আমি তাদের বলছি, হে-
ভালোবাসা প্রতিষ্ঠিত হবে আজ, এই রাজপথে জনস্রোতের ঢেউয়ে!


আজ তোমাদের ক্ষণ হে যুবা, যারা চাও বিপ্লব-বিদ্রোহ
আজ তোমাদের ক্ষণ হে প্রবীন, যারা বাঁচিতে চাও আর কিছূ কাল খেয়ে-দেযে,
ভালোবাস, শুধু ভালোবাস-
প্রেম দিয়ে জয় কর বিশ্ব-ভেদাভেদ।


আজ ভালোবাসা সবার জন্য উন্মুক্ত হোক
সবাই চলে এসো এক ছায়া তলে হে মানুষ-সমাজ।


আমিতো আজ কেবল মশাল দেখি, রাজপথে, যুবকের চোখে
ওখানে আগুন আছে- অজস্র ফাগুনের!
প্রিয়াদের চুলের বণী- যেন সহস্র বসন্তের ইতিকথা,
তোমরা রক্তাক্ত না হওয়া পর্যন্ত
ঘরে ফিরে যাবে না......।


আজ বিশ্ব ভালোবাসা দিবস
আজ দ্রোহে-প্রেমে কাটানোর একান্ত সময়,
আজ প্রেম দিয়ে বিশ্বকে জয় হোক
জয় হোক মানুষের কঠিন হৃদয়।


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৪ ফেব্রুয়ারি’১৮


(উৎসর্গ: সকল প্রেমী-হৃদয়কে)