মন চায় আজও- ভালোবাসি তোমায়
কলমির ফুল গাঁথি পড়াই গলায়,
ঘুঙ্গুর-নৃত্য জলে দেখে হাসেদের
কাটাই দিনমান বিরহ-আনন্দের।


উজ্বল তপ্ত রোদে ঘুরি ফিরি দিন
সোনার দেহ গড়ি মাটিতে রঙিন,
বাবুইর বাসা পেতে উঠে তালগাছে
অসীম ভয়ে আর না নামি নিচে!


মাছ ধরি ঘোলা জলে
গড়ি ঘর নন্দ ছলে,
বিকাল হলেই ভয়ে বসে ঘরে
রাত জপি সকাল হায়, কখন ফিরে!


লুকোচুরি আঁধারে খেলে প্রতিদিন
মজায় বানিয়েছি কলাপাতার বীণ।


তারা গুনে বকা শুনে
তুমিসহ কত রাত
আমাদের গেছে কেটে,
স্মৃতির রাজ্যে আজ দোলা দেয় সে অনবরত।


ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ জানুয়ারি’১৮