অদ্ভুত সুন্দর এক আমাদের পৃথিবী:
নৈতিকতা এখানে তামাকের ধোয়া;
আদর্শ সেলাইবিহীন রঙিন শাড়ি-
অন্ধকারে হাতড়ালে নজরে পড়ে কে কার ওপর শোয়া।


বিধান রচয়িতারাই রোজ ভাঙেন সংবিধান
গরীব-অবলারে মারতেই কায়েম হয় যত শাসন-বয়ান;
ভূমিহীনের ভূমি নাই
ফুটপাথেও তার জায়গা নাই তাই!


জনতা কেবল নির্বাচনের ইস্যু;
নির্বাচন শেষ হলেই সবাই কচু আর ঘেচু?


ইস্কাটন, ঢাকা, রাত, ৭ মার্চ’১৮