আমাদের ভালোবাসা থেমে গেছে এই খানে-
অসীমের আগেই এর মিলিয়েছে গতি
আমাদের প্রেমের আকাশ নেমে গেছে হাটুতে আজ
স্বপ্নহীন পথ বেয়ে চলছে জীবনের গতি
আমাদের কারও অন্তরে এখন জ্বলে নাকো শান্তির আলো
নিত্য- অশান্ত সমুদ্র কর্ষণ
অন্তরের কান্নায় এখানে সারাবছর বর্ষাঋতু-
থাকে- ভালোবাসাহীন অটুটবন্ধন!



আমাদের ভালোবাসা আজ যোজন যোজন দূর
নক্ষত্রের পথ। এক নক্ষত্র জগৎ থেকে অন্য নক্ষত্র মহাযাত্রায় এর সুর
আসে কি? তবুও আমরা ভালোবাসি একে অপরে
আমরা বলি, ‘এর চেয়ে ভালোবাসা যায় না কাহারে।’
অথচ ভালোবাসা আজ গুল্মলতার মতো- কাউকে পেলেই জড়িয়ে ধরে উঁকি দেয় জানালায়।
অস্তিত্ব প্রকাশের আদর্শে বিশ্বাস করে না কেউ আজ আর।  


২৮ জুলাই’১৭, মিরপুর, ঢাকা