আমার সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়
মাঝ নদীতে ডুববো বলেই
উঠেছি আজ ভেলায়।


পাল হারায়ে বৈঠা ছাড়া
জোয়ার জলে ভাসি
তুমিহীনা বহমান আমি
চাই না-কো বাঁচি।


হাত বাড়ায়ে ধরো যদি
আগলে সমুখপথ
এই যাত্রায় বাঁচবো তবে
থামিয়ে চলার রথ।


সোনায় গড়া দেহখানি
বিলয় হলো বৃথা
জীবন-মরণ সন্ধিক্ষণে
তুমি নাই এথা!


প্রাণ লয়ে আজ প্রাণ সপেছি
প্রাণ দিয়েছি তোমায়,
আমার সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়।।


ইস্কাটন, ঢাকা, রাত, ২০ নভেম্বর’১৭


(কবিতাটির প্রথম লাইন ‘আমার সকল নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়’ রবি ঠাকুরের একটি গান থেকে নেয়া হয়েছে।)