ভালোবাসার ঈশ্বরকে আজ দেখলাম পথের ধারে ভিক্ষে করতে
জীর্ণ-শীর্ণ ক্লান্ত ঈশ্বর আগন্তুকদের বলছেন- দে আরও দে...
বললাম: হে মহীশ্বর, আপনি কেন এ পথের ধারে আধার রাতে?
বললেন: ভালোবেসে পাপ করেছি তাই
এখন পাপের প্রায়শ্চিত করে যাই!
‘আপনিও ভালোবেসে ফেঁসে গেলেন অবশেষে?’ বললাম।
তিনি বললেন: ব্যথা যদি দিতে হয়, আরও দাও, আরও
আমি এখন ব্যথা খেকো চন্ডিরাম;
ভালোবেসে আমি আজ নিঃশেষ হতে চাই, আমায় নিঃস্ব করো।


ইস্কাটন, ঢাকা, রাত, ৩০ অক্টোবর’ ১৮