আমি কবি হতে চাই নি পোশাকী
বোর্ড বইয়ে নিজের নাম দেখতে,
আমি নবী হতে চাই নি ছদ্মবেশী
সাধারণকে ধোকা দিতে সহজে,
আমি প্রেমিক হতে চাই নি কোন রমণীর
হাতের পাতে লুটে নিতে যৌবনরস,
কেবল মানুষ হতে চেয়েছি- আজও হতে পারি নি।


যারা ব্রা খুলতে ভালোবাসে সচরচর
তারা কবি হোক আজ,
যারা পদের সুবিধা নিতে পারে
তারা ধর্মদূত হোক রোজ,
আমিতো এগুলো কিছুই চাই নি
কেবল মানুষ হতে চেয়েছি- আজও হতে পারি নি।


আমি কবি হই নি, তাই কিছু পাই নি
আমি দূত হই নি, তাই কিছু পাই নি
আমি প্রেমিক হই নি, তাই কিছু পাই নি
আমি মানুষ হতে চেয়েছি- আজও তাই কিছু পাই নি।


দেবতাদের বিশ্বাস করে পূঁজা দিলাম
কিছুই দিল না তারা,
রাতদিন কতশত লিখে খাতায়
একটি কবিতাও লিখা হলো না আমার,
মানুষকে প্রাণ দিয়ে ভালোবেসে
বুকভরা ব্যাথাই সঞ্চয় হলো জীবনে,
মানবতার পক্ষে কাজ করতে গিয়ে অমানুষ প্রমাণিত হলাম শেষে,
আমি মানুষ হতে চেয়েও আজও হতে পারি নি তাই।



ইস্কাটন, ঢাকা, রাত, ২৭ নভেম্বর’১৭