যখন কোন শান্তি মিছিলের ওপর হটাৎ সশস্ত্র হামলা করা হয়
তখন বুঝতে হবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলছে।
যখন অধিকারের কথা বলতে গিয়ে রাজপথে রক্তাক্ত হয় মানুষ
তখন বুঝতে হবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলছে।
যখন কথা বলার স্বাধীনতাকে আইন করে বেধে দেয়া হয়
তখন বুঝতে হবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলছে।
যখন ভাবনার জেরে খুন হয়- গুম হয় বিরোধী পক্ষের লোক
তখন বুঝতে হবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে চলছে।


এর মানে আমরা আবার দাসত্বের সময়ে ফিরে যাচ্ছি ধীরে
এর মানে আমরা আবার হারিয়ে ফেলছি আমাদের নিজেকে
এর মানে আমাদের সতর্ক হতে হবে প্রতিটি পদে পদে নিত্য
এর মানে ফের সংগ্রামের প্রস্তুতি নিতে হবে আমাদের এবার।


মৌচাক, ঢাকা, রাত, ৩ জুলাই’১৮