আমরা একদিন আকাশ খেয়ে ফেলার শক্তি অর্জন করবো নিশ্চিত
আমরা একদিন সমগ্র জগৎ খেয়ে ফেলার মত ভয়ঙ্কর হয়ে উঠবো নিশ্চিত,
আমরা সব খাব- আস্তে আস্তে, ধীরে ধীরে ও অতি দ্রুত;
আমরা মানুষেরা অসীম শক্তিশালী- ঈশ্বরসম।


আর তাই একদিন মানুষের যুদ্ধ হবে স্বয়ং ঈশ্বরের সাথে
কারণ একই অস্তিত্বে দুই জাতিসত্ত্বার অস্তিত্ব একত্রে বিরাজ সম্ভব নয়;
সেদিন ঈশ্বর নিরস্ত্র থাকবেন, তিনি দেখবেন শুনবেন ও বুঝবেন কেবল-
কোন পাল্টা জবাব দেয়া সম্ভব হবে না তার;
কেবল বেঁধে রাখা গাভীর মত সব সহ্য করবেন নীরবে- চুপচাপ।


মানুষেরা খেতে খেতে সব খেয়ে এক সময় তাদের হাত খাবে, পা খাবে
এবং পেট খেয়ে ক্ষান্ত হবে!
তারপরই পেটের অমোঘ পোকাগুলোর তৃষ্ণা যদি শেষ হয় মানুষের
পৃথিবীর শেষ দিন, তখন শান্তি নেমে আসবে বৈকি! চিরসুখ। চির অশান্তি।
দিকে দিকে কেবল বিরান ভূমি-
মানুষ ছিলোে একদা লেখা হবে সে ইতিহাস।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯ মার্চ’১৮