কাউ কাউ করি
হাউ হাউ কাঁদি
খাও খাও করে পেট,
দিন-রাত ঘষি
ঘষি মাজি কষি
পাল্টায় না ফেট!


এর চয়ে ভালো
জ্বালায়ে জ্বলো-
তার চেয়ে ভালো কী!


প্রতিকূল যার
জীবনের দাড়
তার জীবন বলে কী?


কেঁদে কেঁদে বাঁচা
বাঁচা এ- সাচা?
নুন আনতে সব শেষ।


এর চেয়ে যদি
হতাম নদী
-ভাসতাম সুখে অনিঃশেষ।


মিরপুর, ঢাকা, রাত, ১১ মে’১৮