অনবদ্য কবিতার মতো
সুরের মূর্ছনার মতো
                 দিনগুলো
                 সেই ঐক্যতান


মনের ক্লান্তিকে দূরে ঠেলে দিয়েছিলো একদিন
বিশাল সবুজ
অবারিত মাঠ
নদী-জল আর পাখিন গান,


অকৃপণ ভালোবাসা
                      প্রকৃতির
হৃদয়ের সমন্ধকে গেঁথেছিলো
দীর্ঘসূত্রিতায়।


তার কাছে বার বার ফিরে
                  চেয়েছি যেতে
তাতে সে ততোবার উঠেছিলো মেতে
প্রচুর আনন্দে।


পারিনি-
প্রেমের বন্ধন শেষে
মিলেনি তার শেষ ঢোক-জল
স্বপ্নে ছুয়েছি তার ভিজে কপাল
বার বার মনে মনে
বার বার ...।


আমাদের প্রেম
হয়ে আছে বিরহের মায়াময় ইতিহাস
জানি কেউ জানবে না
জানি কেউ পড়বে না
শুধু মনে মনে পেয়ে যাব করুণ কষ্ট সম্ভার,
বাকি দিগুলোতে দূরে বসে আর।


২১ সেপ্টেম্বর’১৭, মিরপুর, ঢাকা, সকাল