নিত্য বিরহ দহনে দেহ পুড়ে ক্ষয় হয়
মন পুড়ে খাক,
তবু মন ভরে উঠে সজলানন্দে
জানালার এ পাশ থেকে যখন দাঁড়িয়ে দেখি-
আজও তুমি আছ- ভালোবেসে গভীর আগ্রহে।


এই ভাবি- ঠিক ছিল- ছেড়ে আসা তোমায়
অন্তত তুমিতো সুখী হতে পেরেছ!


ইস্কাটন, ঢাকা, বিকেল, ১৭ সেপ্টেম্বর’১৭