এসো আজ প্রেমের পতাকা তলে- এসো এ ধারায়
প্রেম দিয়ে এই বিশ্বকে সাঁজবো সুন্দর- দীপ্তিময়;
আমরাই প্রথম প্রেমের ব্যাপারে সোচ্চার হবো হে-
আমরাই প্রেমকে সওদা করবো অপার সম্ভবনায়!
অগণিত জীবন যারা দেখ, ওই পথে-ঘাটে মরে-
তাদের জন্য না হয় একবার দু’হাত বাড়াবো আজ;
এসো মানুষের সমাজ প্রতিষ্ঠা করি- ভেদাভেদহীন,
এসো সুন্দরকে নষ্ট না করে উপভোগ করি দোহা-
এসো শপথ করি- আমরা কেউ ধর্ষক হবো না আর
বরং ভালোবাসার জন্য প্রিয়াকে ভালোবাসবো বারবার।


ইস্কাটন, ঢাকা, দুপুর, ২৯ মে ’১৮