আত্মারা একদিন যদি জড়ো হয়
জড়ো হয় আকাশের অজস্র উজ্জ্বল তারকার মতো
আলোকের আশ্বাসে উড়ে আসা উইয়ের মতো
সময়ের অসংখ্য কাঁটাতার ডিঙ্গে- এক মোহনায়;
সেই নীল অন্ধকারের জল-সাঁতার পার হয়ে
চিনে নিতে পারবে কী আজকের মুগ্ধ-জন’কে?


বিপুল ইতিহাস-বীরের
জ্বলজ্বলে রঙিন শোভিত আত্মার পাশ কেটে
সান্নিধ্য চাইবে কী এই নগণ্য মানুষের আত্মার?
তবে আত্মার বোধ যদি না জাগে সেদিন তোমার
সহস্র বছর পূর্বে মৃত হয়ে যাওয়ায়,
ভুলে যাবে কী এই ভেবে আমি মিশে গেছি হাওয়ায়?


দেহহীন আত্মার বিকাশ সম্ভব কী বন্ধু?
যে জন্মে পূর্ব-স্মৃতি নেই তা পুর্নজন্ম নয়- নবজন্ম;
মানুষ কী একবারই জন্ম নেয় না,
আর একবারই কী মানুষ হওয়ার স্বাদ পায় না?


মিরপুর, ঢাকা, রাত, ২৯ মার্চ’১৮