তোর নক্ষত্রোজ্জ্বল চোখ চেয়ে মরিবার বড় সাধ করে প্রাণে
তোর সবুজ-শীতলতলে শুয়ে ঘুমিবার বড় বাসনা এই মনে,
তোর অঙ্গে জড়িয়ে অঙ্গ আমা-ক্লান্ত মিলিবে স্বস্তির সাধ বার’;
তোর হৃদয়ে হৃদয় রাখি মিলিব চির জন্মের মতো- একাকার!


তোর আঁচলখানি এলিয়ে দে রে মা
তোর হৃদয়খানি বিলিয়ে দে রে মা
তোর ভুবনই যে আমার সুখ-শ্রেষ্ঠ আলয়- শ্রেষ্ঠ সুখের ঠিকানা;
তোর স্বপ্নে বিভোর মন- তোকে ঘিরেই ব্যথিতের সব সান্তনা।


ইস্কাটন, ঢাকা, মধ্যরাত, ৩/৩/১৮