একটি কলেমা- সম্মতি- হু-
দুই জীবনে শুরু হলো মরু ধূ ধূ


ওখানে তুমি একা- এখানে আমি একা
হৃদয়ে কান্না জড়তা- চোখে যায় না দেখা


যে আলো আঁধারে থাকে ঢেকে
সে তো বের হতে চায় বারবার এঁকে-বেঁকে


যে কষ্ট হৃদয়ে আছে জমা
আজ তুমি তারে কর ক্ষমা


সে তো প্রকাশিবার নয়
জঙ্গরময়
সময় ও সংসার হতে,
কারণ আমাদের ঘিরে ভিন্ন গান বাঁজে আজ প্রতিরাতে।


ইস্কটন, ঢাকা, রাত, ২৮ এপ্রিল’ ১৭