যারা রাজীবের জীবন নিয়ে আসে পৃথিবীতে
সংসারের ঘানি টানতে টানতে একদিন হটাৎ নিভে যায়
যাদের জীবন প্রদীপ,
কিংবা আইলানের মত জীবন নিয়ে আসে যুদ্ধময় ধোঁয়াচ্ছন্ন সময়ে
চারিদিকে কেবল গুলি আর গুলি,
মাঝে যত্রতত্র পড়ে থাকে মৃতদেহ, ধ্বংসস্তুপ ও মানুষের মাথার খুলি!
প্রাপ্তি কী হলো রাজীব-আইলানের জীবনের
জীবনের কাছে, ঈশ্বর থেকে?
প্রশ্নগুলো ঝড়োবৃষ্টির মত হৃদয়ে আঘাত করে ক্ষমাহীনভাবে
প্রতিদিন প্রতিরাতে- প্রতিনিয়ত!
কিন্তু তারাও তো আছে যারা সোনার চামছ নিয়ে জন্মায়,
আবার সোনার চামছ নিয়েই জীবন পার করে চলে যায় একদিন!
জীবনের এই বৈষম্য কেন? জগতে ভেদাবেদ কেন? কার জন্য?
কার জন্য এ চিত্র বৈচিত্রের সমাহার!
কেউ ফুলবনে ফল খায়, কেউ থাকে চির-অনাহার।


ইস্কাটন, ঢাকা, রাত, ১৯ মার্চ’১৮